অদ্য ১৮ জুলাই ২০১৯ ঢাকা মহানগরীর আরামবাগ এলাকায় পরিচালিত অভিযানে ক্যাশ এন্ড ক্যারি ফার্মাকে পাউরুটির অগ্রিম মেয়াদ দেয়া এবং ওষুধের প্যাকেট এর গায়ের এমআরপি ঘষামাজা করার অপরাধে ৫০ হাজার টাকা, গিল্ডার ব্যাক শপকে মেয়াদ উত্তীর্ণ চিকেন নাগেট, চিকেন সসেজ, চিকেন বল ইত্যাদি বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে ৫০ হাজার টাকা, রাস হেলথকেয়ারকে ঔষধের নির্ধারিত মূল্য টেম্পারিং করে অধিক মূল্যে বিক্রয় করার অপরাধে ১৫ হাজার টাকা, স্মার্ট ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে রান্নার সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়া করণের অপরাধে ৫০ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনায় আফরোজা রহমান ও মোঃ আবদুল জব্বার মন্ডল, সহকারী পরিচালক। উক্ত তদারকি কাজে এপিবিএন-১ এর সম্মানিত সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।