প্রকাশ: ২৫ জুন ২০১৯, ১৭:৮
টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' তিন যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহতরা মানবপাচার মামলার পলাতক আসামি। ২৫ জুন ভোর রাতে টেকনাফ উপজেলার মহেষখালিয়াপাড়া নৌকাঘাটে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩টি এলজি, শর্টগানের ১৫টি তাজা গুলি ও ২০টি খালি খোসা উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে কোরবান আলী (৩০), পৌর সভার কে কে পাড়ার আলী হোসেনের ছেলে আব্দুল কাদের (২৫) ও একই এলাকার সুলতান আহমদের ছেলে আব্দু রহমান (৩০)।
ওসি আরো জানান, নিহত তিনজনের বিরুদ্ধে ১৫ জন রোহিঙ্গাকে পাচার মামলারের অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তারা পলাতক আসামি। রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে রোহিঙ্গাদের কৌশলে মালয়েশিয়া পাঠানোর কথা বলে টাকা-পয়সা আত্মসাৎ করছিলেন তারা। বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।
ইনিউজ ৭১/এম.আর