রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে কক্সবাজারে পৌঁছেছে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের নেতৃত্বে প্রায় ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় তাঁরা।ওই প্রতিনিধি দলে রয়েছেন- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গান্ধী, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (হিউম্যান অ্যাফেয়ার্স) মার্ক লোকক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনোসহ ২০ সদস্য।বিকেলেই জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে প্রতিনিধি দলটি। এরপর তাঁরা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল শুক্রবার (২৬ এপ্রিল) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখান থেকে ফিরে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।এর আগে বুধবার ঢাকায় পৌঁছে জাতিসংঘের প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁরা এ সাক্ষাৎ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।