
প্রকাশ: ৪ এপ্রিল ২০১৯, ১৭:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয় সুষ্ঠুভাবে পরিচালনায় নানা দিক-নির্দেশনা দিয়ে থাকেন। এতে সরকারের বিভিন্ন কাজে গতিশীলতা বাড়ার পাশাপাশি প্রশাসনেও স্বচ্ছতা এবং কর্মকর্তাদের মধ্যে প্রাণচাঞ্চল্যও বাড়ে। এসময় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তগণের উদ্দেশ্যে বক্তৃতা করেন। আর আগে গত ১৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন ২৩ জানুয়ারি। পরিদর্শনের সময় বিগত সময়ে হাতে নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়া জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ইনিউজ ৭১/এম.আর