শিবপুরে পুলিশের গুলিতে এক নারীসহ ৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৩ই মার্চ ২০১৯ ০১:৪৪ অপরাহ্ন
শিবপুরে পুলিশের গুলিতে এক নারীসহ ৫ জন আহত

নরসিংদীতে পুলিশের গুলিতে ১ নারীসহ ৫ জন গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছে।জেলার শিবপুর উপজেলা আয়ুবপুর ইউনিয়নের ঘাগুটিয়া গ্রামে সোমবার (১২মার্চ)রাত সাড়ে ৭ টায় এ ঘটনাটি ঘটেছে।জানাযায়, সাদা পোশাকধারী একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে এলোপাথারী গুলি ছুড়লে ওই গ্রামের কৃষক আঃ রহমান (৪৫), হৃদয় (২২), শরিফ (১৮), কাইয়ুম (৩৮) ও থার্মেক্স গ্র“পের মহিলা শ্রমিক রিনা বেগম (২৫) গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়।আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে ভর্তি করার পর তাদের অবস্থার অবনতি ঘটতে থাকলে চিকিৎসক জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এলাকাবাসী সাংবাদিকদের জানায়, কোনো কিছু বুঝে উঠার আগেই পুলিশ নিরীহ গ্রামবাসীর উপর গুলি চালায় এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হয়।শিবপুর উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা জানান, কিভাবে এই ঘটনা ঘটেছে তা তাৎক্ষনিক জানা যায়নি।তবে নারীসহ ৫ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।শিবপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান,মাদক বিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে এক নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর