কলাপাড়ায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৪টি জুতার দোকানসহ একটি রেস্তোরা। বুধবার বেলা দুইটায় কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায় এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
তবে এসময়ে পুড়ে ছাই হয়ে যায় স্মার্ট সু হাউস, নেছার সু হাউস, চাকামইয়া সু হাউস, আবদুর রহমান সু হাউস এবং শামীমের চায়ের দোকান। এতে প্রায় আর্ধ কোটি ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা করা হচ্ছে। কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।