প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ১৮:৪১
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১১ জনের লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। বুধবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। গত ২২ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ এলাকায় নিহতদের স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। জানা গেছে, চুড়িহাট্টাও ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া ৬৭ জনের মধ্যে ১৯ জনের মরদেহ শনাক্ত করা যায়নি।
ইনিউজ ৭১/এম.আর