https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বই উৎসব-দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জানুয়ারি ২০১৯, ২৩:১১

শেয়ার করুনঃ
বই উৎসব-দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বই

রাঙ্গুনিয়া প্রতিনিধি : হাসি-আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বইগুলো জড়িয়ে প্রথম ক্লাসে এসেছে শিক্ষার্থীরা। নতুন বই হাতে শ্রেণি কক্ষে বসা শিক্ষার্থীদের চোখে-মুখে চরম আনন্দের ছাপ আর প্রাণের উচ্ছ্বাস। অনেককে নতুন বইগুলোর ঘ্রাণ নিতেও দেখা যায়। বুধবার (২ জানুয়ারী) রাঙ্গুনিয়ার বিভিন্ন স্কুল ঘুরে এই চিত্রটি দেখা যায় শিক্ষার্থীদের মাঝে। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়েছিল কোমলমতী শিক্ষার্থীরা। হাজী ইব্রাহীম সরকারি প্রাথমিক বিদ্যালয় : হাজী ইব্রাহীম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি হাবিবুর রহমান মাস্টার। প্রধান শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য রাসু আক্তার প্রমুখ। 

ছৈয়দুরখীল তালিমুল কোরআন নূরানী একাডেমী : ছৈয়দুরখীল তালিমুল কোরআন নূরানী একাডেমীতে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছৈয়দুরখীল দাতব্য চিকিৎসা কেন্দ্র ও বিদ্যালয়ের চেয়ারম্যান হাজী সুরুত আলী সওদাগর। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ওয়াহিদুল ইসলাম আমির, ছৈয়দুরখীল দাতব্য চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানটির সহসভাপতি ডা. মো. ইয়াকুব প্রমুখ। পারুয়া সৈয়দ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় : বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য খলিল আহমদ। মাহমুদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মুহাম্মদ ইউছুফ, চিটাগাং গ্রামার স্কুলের সিনিয়র শিক্ষক কাজী মুহাম্মদ মামুনুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ রেজভী, ইমাম হোসেন ইমন, যীশু দেবনাথ প্রমুখ।

দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় : বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোবাইদা খানমের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর নুরুল আবছার জসিম, আওয়ামীলীগ নেতা আবদুল সবুর, মাওলানা নুরুল ইসলাম জিহাদী প্রমুখ। উত্তর রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় : বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু বিশ্বাসের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা মীর গোলাম মোস্তফা বাবুল, কাজী মঈন উদ্দিন, ইউনুচ মিয়া তালুকদার, ফজলুল কাদের তালুকদার, শিক্ষক আবুল হাসেম, মোহাম্মদ মুছা, মো. মাসুদ, মো. আবদুল কাদের প্রমুখ। 

 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

তরুণদের ‘তিন-শূন্য ব্যক্তি’ হতে আহ্বান- প্রধান উপদেষ্টার

তরুণদের ‘তিন-শূন্য ব্যক্তি’ হতে আহ্বান- প্রধান উপদেষ্টার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেন ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনকালে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তরুণদের ‘তিন-শূন্য ব্যক্তি’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বৃহস্পতিবার অনুষ্ঠানে তিনি বলেন, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে নতুন সভ্যতার দিকে যেতে হবে, যা হবে শূন্য কার্বন নির্গমন, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণের ভিত্তিতে।   তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক মডেল বিশ্বকে এক আত্মধ্বংসী পথে

ড. ইউনূস ও মোদির বৈঠক: বাংলাদেশ-ভারতের নতুন অধ্যায়

ড. ইউনূস ও মোদির বৈঠক: বাংলাদেশ-ভারতের নতুন অধ্যায়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংককে। এই বৈঠকটি হবে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে, যা আগামী ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি দুই সরকারপ্রধানের প্রথম বৈঠক হবে। বুধবার (২ এপ্রিল) ভারতের দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানানো হয় যে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণা বুধবার (২ এপ্রিল) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেন ড. খলিলুর রহমান। বিমসটেক (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) একটি আঞ্চলিক জোট, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ নিয়ে গঠিত। আগামীতে এই জোটের নেতৃত্ব দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা,

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সাফল্যের দাবি- স্বরাষ্ট্র উপদেষ্টার

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সাফল্যের দাবি- স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকে দেশে জঙ্গিবাদ সংক্রান্ত কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। বুধবার রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান। খিলক্ষেত, বাড্ডা ও ভাটারা থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।   নিউইয়র্ক টাইমসের জঙ্গিবাদ সংক্রান্ত প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো সংবাদপত্র কী লিখেছে তা নিয়ে মন্তব্য করতে চাই

 রাজনৈতিক উগ্রতা রুখতে সরকারের শক্ত অবস্থান-মাহফুজ আলম

রাজনৈতিক উগ্রতা রুখতে সরকারের শক্ত অবস্থান-মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম স্পষ্ট করে দিয়েছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো প্রচেষ্টা সরকার সহ্য করবে না। তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। সরকার প্রয়োজন হলে কঠোর অবস্থান নেবে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশে চরমপন্থার সম্ভাবনা উল্লেখ করা হয়েছে, তবে সরকার এ ধরনের প্রবণতা রুখতে দৃঢ়প্রতিজ্ঞ। রাজনৈতিক ও ধর্মীয় উগ্রতা প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা