
সুবর্ণচরে নারী গনধর্ষণের মামলায় গ্রেপ্তার ১

প্রকাশ: ১ জানুয়ারি ২০১৯, ৫:৩৪

নোয়াখালীর সুবর্ণচরে নারী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর স্বামীর করা মামলার অন্য আসামিরা এলাকা ছেড়ে গেছে। তাদেরকেও ধরার চেষ্টা করা হচ্ছে। রবিবার ভোট শেষে গভীর রাতে বাড়িতে হামলা করে চার সন্তানের জননীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধানের শীষে ভোট দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে প্রথমে স্বজনদের পক্ষ থেকে বক্তব্য এলেও মামলায় বলা হয়েছে অন্য কথা। জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার এই ঘটনায় বাদী হয়ে সোহেলসহ নয় জনকে আসামি করে মামলা হয়েছে। রাতেই বাদশা আলম নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আওয়ামী লীগ সমর্থক। বাকিদের অবস্থান মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরিফ জানান, ভুক্তভোগী নারীর স্বামী যে মামলা করেছেন সেখানে বলা হয়েছে পূর্ববিরোধের জেরে এই ঘটনা হয়েছে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

