https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সুবর্ণচরে নারী গনধর্ষণের মামলায় গ্রেপ্তার ১

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ জানুয়ারি ২০১৯, ৫:৩৪

শেয়ার করুনঃ
সুবর্ণচরে নারী গনধর্ষণের মামলায় গ্রেপ্তার ১

নোয়াখালীর সুবর্ণচরে নারী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর স্বামীর করা মামলার অন্য আসামিরা এলাকা ছেড়ে গেছে। তাদেরকেও ধরার চেষ্টা করা হচ্ছে। রবিবার ভোট শেষে গভীর রাতে বাড়িতে হামলা করে চার সন্তানের জননীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধানের শীষে ভোট দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে প্রথমে স্বজনদের পক্ষ থেকে বক্তব্য এলেও মামলায় বলা হয়েছে অন্য কথা। জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার এই ঘটনায় বাদী হয়ে সোহেলসহ নয় জনকে আসামি করে মামলা হয়েছে। রাতেই বাদশা আলম নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আওয়ামী লীগ সমর্থক। বাকিদের অবস্থান মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরিফ জানান, ভুক্তভোগী নারীর স্বামী যে মামলা করেছেন সেখানে বলা হয়েছে পূর্ববিরোধের জেরে এই ঘটনা হয়েছে।’

কী নিয়ে বিরোধ- এই প্রশ্নে এই পুলিশ কর্মকর্তা জানান, মামলায় বলা আছে, জায়গা জমি নিয়ে বিরোধ আছে। সালাউদ্দিন নামে একজন নাম ধরে ডাকে। দরজা খুলে দিলে সঙ্গে আরো নয় দশ জন মিলে ঘরে ঢুকে। ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী নারীর স্বামী জানান, একটি ভোটকেন্দ্রে গিয়ে সালাউদ্দিন নামে একজনের সঙ্গে তার স্ত্রীর বাক বিতণ্ডা হয়। পরে রাতে এই ঘটনা ঘটে। তবে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বলেন, ‘চর জুবলির ইউনিয়নের কোাে ভোটকেন্দ্রে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সঙ্গে কারো বাক বিতণ্ডা বা অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেছ। গণধর্ষণের ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া য়েছে আওয়ামী সম্মান ক্ষুন্ন করার জন্য। আমরা এই ঘটনার বিচার চাই। দলের কেউ এতে জড়িত থাকলে তারও শাস্তি চাই।’ পুলিশ সুপার বলছেন, ‘এটি রাজনৈতিক ঘটনা নয়। একটা নিছক অপরাধের ঘটনা। ভিকটিমের স্বামী যে অভিযোগ দিয়েছেন, সেখানে বলা হয়েছে পূর্ব বিরোধ। একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।’ পুলিশের ভূমিকা কী- জানতে চাইলে ইলিয়াস শরিফ বলেন, ‘ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ মামলা নিয়েছি, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রযুক্তি ব্যবহার করে বাকিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। আমরা সবাইকে গ্রেপ্তার করব এবং আইনের আওতায় আনব।’

ভুক্তভোগী নারী যা বলছেন

ভুক্তভোগী নারী এখন হাসপাতালে। সেখানে শুয়ে নিজের দুর্দশার কথা জানান ওই নারী। জানিয়েছেন ১২ জনের নাম।  বলেছেন, মোশারফ, সালাউদ্দিন, সোহেল, হঞ্জু মাঝি, বেচু, জসীম, সোহেল (আরেকজন), কালাম, স্বপন, আনোয়ার, বাদশা, হানিফ,- এরা রাত ১২টার দিকে তার ঘর ভাঙচুর করে স্বামীকে মারধর করে। আঁর  হুলা মাইয়ারে বেগগুনরে (সবাইকে) বাঁইন্দে (বেঁধে) রাকছিল। আঁরে উডানে নিয়া গেছিল। মুখ বাইন্দা নির্যাতন করছে। আঁরে মুডা মুডা লাডি দি মাইচ্ছে। হের পরে আঁরে হুঁকুর (পুকুর) হারে (পাড়ে) নি জব কইত্তে লাগছিল। আঁই কইছি, ‘বাইরে আঁরে ছাড়ি দেন, জব (জবাই) কইয়েন না। আঁর হুলা মাইয়ারা কারে মা ডাইকব। আঁজে জবাই না করি, হেরা ছাড়ি দিছে। যাওয়ার সময় কইছে, কাউরে কইলে মাইরালাইব। ঘর জ্বালাই দিব। আঁর, জামাই, আঁর গোলা- হেতেনরে কোবালাইব। আঁই কইছি, আঁই কাউরে জানাইতাম নঁ। পাশের বাড়ির লোক দেখছিল, হেরা জানি গেছিল। হেরা আঁর শ্বশুর আর দেওয়রা গিয়া আঁরে নিয়া আসছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। গৃহবধূর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নও রয়েছে। গাইনি বিভাগের তত্ত্বাবধানে ধর্ষিতার চিকিৎসা চলছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

এ সম্পর্কিত আরও পড়ুন

শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণে আশাবাদী প্রেস সচিব

শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণে আশাবাদী প্রেস সচিব

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। বৈঠকে ইউনূস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানান। প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে মোদি ইউনূসের প্রতি শ্রদ্ধাশীল আচরণ

মার্কিন শুল্ক ইস্যু: জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

মার্কিন শুল্ক ইস্যু: জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশসহ বিভিন্ন দেশের রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রেক্ষাপটে জরুরি সভা ডেকেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুরের পর এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় মার্কিন শুল্ক নীতির প্রভাব ও সম্ভাব্য对策 নিয়ে আলোচনা করা হবে।

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

মিয়ানমার প্রথম ধাপে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১ লাখ ৮০ হাজার জনকে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বাংলাদেশ থেকে পাঠানো তালিকা পর্যালোচনা করে তারা এই সংখ্যা নির্ধারণ করেছে।   বাংলাদেশ সরকার ২০১৮ থেকে ২০২০ সালের

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মোদি-ইউনূস বৈঠকে আলোচনা

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মোদি-ইউনূস বৈঠকে আলোচনা

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলে, যেখানে শেখ হাসিনার প্রত্যর্পণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।   শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত বৈঠক অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের

বাংলাদেশ চায় 'থ্রি জিরো' বিশ্ব গড়তে: ড. ইউনূস

বাংলাদেশ চায় 'থ্রি জিরো' বিশ্ব গড়তে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ 'থ্রি জিরো' (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নির্গমন) বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করছে। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনে তিনি এ কথা বলেন।   তিনি বলেন, বিমসটেক অঞ্চলে বিশ্বের ২০ শতাংশ মানুষ বাস করে। এই অঞ্চলে চ্যালেঞ্জ থাকলেও তা সুযোগে রূপান্তরের বিশাল সম্ভাবনা রয়েছে। আমাদের লক্ষ্য সমতা, পারস্পরিক সম্মান ও অভিন্ন