বাংলাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা এড়ানোর আহবান জানিয়েছে জাতিসংঘ। একইসাথে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবপক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও সহিংস ঘটনা সম্পর্কে সজাগ রয়েছে জাতিসংঘ। নির্বাচনী প্রচারণা ও নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করছি আমরা।
বিবৃতিতে বলা হয়, গত ১০ বছরে প্রথমবারের মতো বিরোধী দল নির্বাচনে অংশ নেয়ায় আমরা তাদের স্বাগত জানাই। নির্বাচন পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি; যেখানে জনগণ তাদের সমাবেশ ও মতপ্রকাশের অধিকার পাবে। জাতিসংঘ বলেছে, নির্বাচনী অভিযোগগুলো শান্তিপূর্ণ এবং আইনগত উপায়ে নিষ্পত্তির আহ্বান জানাচ্ছি আমরা। জনগণ ও সম্পত্তির ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।