https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কাউখালীতে উৎসবমূখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ জানুয়ারি ২০১৯, ১৯:৪৯

শেয়ার করুনঃ
 কাউখালীতে উৎসবমূখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে ২০১৯ সালের বই উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্য দিয়ে পালিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১ জানুয়ারি  সারা দেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ বা ‘বই উৎসব’ এর অংশ হিসেবে কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর মঙ্গলবার সকালে কাউখালী সরকারি বালক বিদ্যালয় ও এসবি বালিকা বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন এবং ২০১৯ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা ইসমিন পপি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোঃ কাইয়ুম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, জেলা পরিষদের সদস্য শাহাজদি শাহীন রেবেকা চৈতী, ওসি তদন্ত মোঃ ফরিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস চীন সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন। রাত ৮টা ১০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিকেল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।   চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের প্রধান প্রটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই বিমানবন্দরে তাকে বিদায়

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। বেইজিংয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান হে গুয়াংচাইসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।   ডিগ্রি গ্রহণের পর প্রধান উপদেষ্টা এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এটি শুধু তার ব্যক্তিগত সম্মান নয়, বরং বাংলাদেশের জন্যও গৌরবের মুহূর্ত। তিনি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় তরুণদের চাকরির পরিবর্তে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, চাকরি একটি দাসত্বের ধারাবাহিকতা, তবে মানবসত্তা স্বাধীনভাবে চলার উপযোগী। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়টি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে, এরপরই তিনি এই বক্তব্য দেন।   ড. ইউনূস বলেন, নতুন বাংলাদেশের দায়িত্ব নিয়ে তিনি দরিদ্রতা দূরীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তবে এর জন্য

বাংলাদেশের নদী ব্যবস্থাপনা উন্নতিতে চীনের মাস্টারপ্ল্যান চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের নদী ব্যবস্থাপনা উন্নতিতে চীনের মাস্টারপ্ল্যান চাইলেন প্রধান উপদেষ্টা

চীনে সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের পানিসম্পদ মন্ত্রী লি গোইয়িং এর সাথে এক বৈঠকে বাংলাদেশের নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নত করতে ৫০ বছরের একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের অনুরোধ করেছেন। শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে ইউনূস বাংলাদেশের পানির সমস্যা মোকাবিলায় চীনের অভিজ্ঞতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, চীন যে সফলভাবে পানি ও বন্যা ব্যবস্থাপনা করেছে,

বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীনা ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা বাংলাদেশের ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশটির অর্থনীতিতে বিনিয়োগ করতে পারেন। শুক্রবার বেইজিংয়ের ‘দ্য প্রেসিডেন্সিয়াল’-এ চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বিনিয়োগ সংলাপে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা বাংলাদেশের ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন।” তিনি বাংলাদেশের গুণগত এবং ভৌগোলিক সুবিধাগুলির