বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
এ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে। তিনি দেশবাসীকে এই শোকের দিনে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, দেশের জন্য অবদান ও রাজনৈতিক জীবনের কারণে বেগম খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে।
বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।