যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ হাদির জানাজা পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, ওসমান হাদি আমাদের বুকের ভেতর আছেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তিনি সবার হৃদয়ে থাকবেন।
তিনি আরও বলেন, “প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের ভেতরেই আছ। এটা কেউ কখনো সরাতে পারবে না।” প্রধান উপদেষ্টা বলেন, হাদির জীবনের মূল মন্ত্র ছিল—‘বল বীর, চির উন্নত মম শির’। তিনি মাথা নত না করার শিক্ষা দিয়ে গেছেন, যা জাতির অন্তরে চিরস্থায়ী হয়ে থাকবে।
ড. ইউনূস প্রতিশ্রুতি দিয়ে বলেন, ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন ও কথা বাস্তবায়নের দায় জাতির ওপর বর্তায়, এবং সেই দায় পূরণ করা হবে।
এরপর দুপুর আড়াইটায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ ফের ইনস্টিটিউটে আনা হয় এবং শেষ গোসল শেষে জানাজার জন্য দক্ষিণ প্লাজায় নেওয়া হয়।