
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৮:৫৪

বিগত তিনটি জাতীয় নির্বাচনকে ‘একতরফা ও জালিয়াতিপূর্ণ’ হিসেবে উল্লেখ করে সেসব নির্বাচনে দায়িত্ব পালন করা প্রায় ১৩ লাখ কর্মকর্তার ভূমিকা পুনরায় পরীক্ষা করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে সরকার। সরকারের এই নির্দেশনার পর ইসি আগামী নির্বাচনে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের মাধ্যমে বড় পরিসরের রদবদল আনা হয়েছে, যারা এবার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
