প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, “ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ন্যায় ব্যর্থ হলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে।” তিনি মনে করেন, আইন কেবল নিয়মের সমষ্টি নয়, এটি জাতির নৈতিক বিবেকের প্রতিফলন।
শনিবার (২৫ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “যখন রাষ্ট্র নাগরিকদের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়, তাদের কণ্ঠরোধ করে, তখন ন্যায়ের জন্য লড়াই করা নৈতিকভাবে অপরিহার্য হয়ে ওঠে।”
প্রধান বিচারপতি ঐতিহাসিক ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের উদাহরণ টেনে বলেন, “১৯৫২ সালে আমরা ভাষার জন্য নয়, ন্যায়ের জন্য লড়েছি। ১৯৭১ সালে লড়েছি মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য। স্বাধীনতার সংগ্রাম ছিল ন্যায়ের সংগ্রাম।”
তিনি মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক বিচারব্যবস্থা গঠনের গুরুত্বের ওপরও জোর দেন।
ড. রেফাত আহমেদ বলেন, “একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের বিচারব্যবস্থায় এখনো ঔপনিবেশিক কাঠামোর প্রভাব আছে। তাই ডেটা-নির্ভর ও মানবিক দৃষ্টিভঙ্গির বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামানসহ আইনজীবী, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা।