প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৭:৫৪
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণমাধ্যমের সংস্কারের মূল দায়িত্ব সাংবাদিকদের নিজেদেরই নিতে হবে। সবকিছু কমিশন বা সরকারের ওপর ছেড়ে দিলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।
রোববার দুপুরে প্রস্তাবিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আলী রীয়াজ বলেন, গণমাধ্যমের উন্নয়ন ও স্বাধীনতা রক্ষার জন্য সাংবাদিকদেরই অঙ্গীকারবদ্ধ হতে হবে। অতীতে যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদেরও দায় স্বীকার করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের দুরবস্থার জন্য নেতৃত্ব কোনোভাবেই দায় এড়াতে পারে না। ভবিষ্যতের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি এবং স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
মালিকপক্ষ ও সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে নিরাপত্তা, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানের ওপর জোর দেন তিনি।
আলী রীয়াজ সমালোচনা করে বলেন, যদি সম্পাদকরা ব্যক্তিগত স্বার্থে দালালি করেন তবে কোনোদিনও সাংবাদিকদের অধিকার আদায় সম্ভব হবে না।
সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তারা গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান এবং সাংবাদিকতার মানোন্নয়নে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান।