প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৭:৪০
চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয় লোকজন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে। রোববার দুপুরে ২নং গেট এলাকায় সংঘর্ষের জেরে এই সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাটহাজারী পৌর এলাকা ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকায় রবিবার বিকেল ৩টা থেকে সোমবার বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। এই সময় কোনো সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ বা পাঁচজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রো-ভিসি অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও রেজিস্ট্রারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং স্থানীয়রা লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে হামলা চালান।
হামলায় প্রো-ভিসি অসুস্থ হয়ে পড়েন এবং বহু শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এর আগে শুক্রবারের সংঘর্ষের জেরে রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। তারা হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।
ঘটনার সূত্রপাত হয় এক নারী শিক্ষার্থীকে বাসার দারোয়ান কর্তৃক মারধরের জেরে। বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়তে থাকে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রো-ভিসি রোববার বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।