প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ১৮:৬
আজ বৃহস্পতিবার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই নতুন অধ্যায়ের মূল ও প্রথম কাজ হিসেবে তিনি উল্লেখ করেছেন একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনকে। তিনি জানান, নির্বাচন কমিশনকে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে বলা হয়েছে, যাতে রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সম্পন্ন করা যায়।
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই বৈঠক চলে দুপুর পর্যন্ত এবং এতে সভাপতিত্ব করেন ড. ইউনূস। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সাংবাদিকদের বিস্তারিত জানান।
প্রেস সচিব বলেন, এই অধ্যায়ে সরকারের আরও দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে—একটি হলো প্রশাসনিক ও কাঠামোগত সংস্কার, অন্যটি হচ্ছে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিচারের আওতায় আনা। তবে নির্বাচনের প্রস্তুতি এবং নির্বিঘ্ন আয়োজনে প্রশাসনের সকল মনোযোগ নিবদ্ধ থাকবে।
নির্বাচনের তারিখ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়। প্রেস সচিব বলেন, এই দায়িত্ব নির্বাচন কমিশনের, তারাই সময় নির্ধারণ করবেন। তবে সরকারের নির্ধারিত টাইমলাইনকে বিবেচনায় রেখে কমিশন এগোচ্ছে বলে তিনি জানান।
নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে ও বিতর্ক এড়াতে এসপি ও ওসিদের লটারির মাধ্যমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসিদের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে শিগগিরই তা জানানো হবে বলে জানান শফিকুল আলম।
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে পরিকল্পনা চলছে। আগের পরিকল্পনায় ৮ লাখ নিরাপত্তা কর্মী থাকলেও এবার তা আরও বাড়িয়ে ৫০ হাজার অতিরিক্ত সদস্য নিয়োজিত করার চিন্তাভাবনা চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে ৬০ হাজার সদস্যের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা যায়।
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। সরকারের পক্ষ থেকে দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত তাদের নেতাদের বিচার শেষ হয়।
রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরির বিষয়ে তিনি জানান, প্রধান উপদেষ্টার ঘোষণাকে অধিকাংশ দল ইতিবাচকভাবে নিয়েছে এবং সামনে আরও সংলাপ অনুষ্ঠিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।