প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৭:৩৮
সরকার দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্বরত ১০২ জন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এই প্রত্যাহারকে কেন্দ্র করে প্রশাসনে নতুন রদবদল ও পদায়নের সূচনা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিভাগীয় কমিশনারদের কার্যালয়ে পদায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস ক্যাডারের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন বিভাগীয় কমিশনারের দপ্তরে ন্যস্ত করা হয়েছে। এ পদক্ষেপ জনস্বার্থে গৃহীত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। জনস্বার্থে এমন দ্রুত পদক্ষেপ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সরকারের সক্রিয় ভূমিকাকেই নির্দেশ করে।
সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বপ্রাপ্ত এসব কর্মকর্তারা মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ভূমি ব্যবস্থাপনা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ দখল উচ্ছেদসহ নানা দায়িত্ব তাদের উপর বর্তায়।
নতুন পদায়নে কারা কোথায় দায়িত্ব পাচ্ছেন, তার পূর্ণ তালিকা প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত বিভাগীয় কমিশনারদের কার্যালয়ে পাঠানো হয়েছে। ফলে মাঠ পর্যায়ে প্রশাসনিক কাজের ধারাবাহিকতায় কিছুটা পরিবর্তন আসবে।
এই পরিবর্তনের ফলে জনগণকে সেবা প্রদানের ক্ষেত্রে কিছু নতুন কর্মকর্তা নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্যোগ নিয়ে কাজ শুরু করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব নিয়োগ ও প্রত্যাহার একটি রুটিন কার্যক্রমের অংশ। তবে কর্মকর্তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মস্থলে চাহিদার ভিত্তিতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।