প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৪:৫৮
ঢাকায় আসন্ন ঈদুল ফিতরের জামাতগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে এবং কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন যাতে কোনো কার্যক্রম চালাতে না পারে, সেদিকে নজর রাখা হবে।