ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ইফতার মাহফিলে দেশনেত্রীর জন্য দোয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ১২ই মার্চ ২০২৫ ০৭:৪৭ অপরাহ্ন
ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ইফতার মাহফিলে দেশনেত্রীর জন্য দোয়া

ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ব্যাপক অংশগ্রহণ করে, যা অনেকটা উল্লেখযোগ্য ছিল।


মো: ওসমান শেখের সভাপতিত্বে এবং আহাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের পরিচালনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা পলাশ সাহা, মো: মেহেরাব হোসেন অভি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহবুব আলম এবং সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।


বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরিফ এবং মিজান এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল অত্যন্ত লক্ষণীয়, যা ছাত্রদলের মধ্যে ঐক্য এবং দেশপ্রেমের এক মহান প্রদর্শন।


অনুষ্ঠানে উপস্থিত সবাই দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন। এ ধরনের অনুষ্ঠানগুলো জাতীয় ঐক্য এবং দেশপ্রেমের চেতনা বিস্তার করতে সহায়ক ভূমিকা পালন করে। ছাত্রদলের নেতাকর্মীরা ভবিষ্যতে এমন আরও কার্যক্রম পরিচালনা করার কথা জানান, যাতে ছাত্র সমাজের মধ্যে সুদৃঢ় সম্পর্ক এবং দেশপ্রেমের বোধ তৈরি হয়।