ছিনতাইকারীদের কবলে পড়ে আহত নারী পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৭শে মে ২০১৯ ১১:৪৮ পূর্বাহ্ন
ছিনতাইকারীদের কবলে পড়ে আহত নারী পুলিশ সদস্য

মুন্সীগঞ্জে ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছেন পুলিশ কনস্টেবল আয়েশা আক্তার (১৯)। রবিবার (২৬ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় এ ঘটনা ঘটে। আয়েশা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আয়েশার পারিবারিক সূত্রে জানা যায়, গজারিয়ায় ঈদের শপিং করে আয়েশা তার ছোট ভাই আলোসহ রিকশাযোগে বাড়ি ফেরার পথে একটি প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা রিকশাটিকে ধাক্কা দেয়। এতে আয়েশা ও তার ভাই মহাসড়কের পাশে ছিটকে পড়ে আহত হয়।

এ সময় ছিনতাইকারীর দল তাদের কাছে থাকা ব্যাংকের এটিএম কার্ড, বাহিনীর পরিচয় পত্র, জরুরি কাগজপত্রের ফাইল, শপিং ব্যাগ সহ নগদ টাকা ছিনিয়ে নেয়। আহত আয়েশাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. লিয়াকত আলী জানান, আয়েশা আক্তোরের বাম পায়ের গোড়ালি ও বাম চোখের পাশে আঘাতের দাগ রয়েছে। গজারিয়া থানার ডিউটি অফিসার এএসআই বাদল চন্দ্র দাস বলেন, আয়েশা আক্তার দশ দিনের ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন।

ইনিউজ ৭১/এম.আ