গোপালপুরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
মোঃ নুর আলম উপজেলা প্রতিনিধি - গোপালপুর , টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার ১লা মার্চ ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ন
গোপালপুরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা

টাঙ্গাইলের গোপালপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে জামাতে ইসলামী বাংলাদেশ এক শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সভার আয়োজন করেছে। শুক্রবার বিকেলে গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় আলিয়া মাদ্রাসা ময়দান থেকে এ শোভাযাত্রা বের হয়।  


শোভাযাত্রাটি গোপালপুর থানা চত্বর ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুরাতন পৌর মার্কেটে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে নানা স্লোগান দেন এবং সংক্ষিপ্ত আলোচনাসভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানান।  


বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব। রোজাদারদের সম্মান জানিয়ে দিনের বেলায় হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। সেই সঙ্গে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।  


শোভাযাত্রা শেষে আলোচনাসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী বাংলাদেশ গোপালপুর ও ভূঞাপুরের মনোনীত প্রার্থী ও টাঙ্গাইল জেলা জামাতের সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির। তিনি রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, এই মাস শুধু আত্মশুদ্ধির নয়, বরং সমাজকে শৃঙ্খলাবদ্ধ রাখার মাস।  


এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ডক্টর অধ্যাপক আতর রহমান, গোপালপুর উপজেলা আমির মো. হাবিবুর রহমান তালুকদার, উপজেলা মাওলানা ইদ্রিস হোসেন, এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান ও সাংগঠনিক সেক্রেটারি ওবায়দুল্লাহ।  


আলোচনায় বক্তারা আরও বলেন, মাহে রমজানের মর্যাদা রক্ষার জন্য সকলকে সচেতন হতে হবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদেরও দায়িত্ব নিতে হবে।  


এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জামাত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে শোভাযাত্রাটি সমাপ্ত হয়।