ফরিদপুরে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ২১শে জানুয়ারী ২০২০ ১২:৪৫ অপরাহ্ন
ফরিদপুরে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।

তদ্প্রেক্ষিতে ২০/০১/২০২০ তারিখ বিকালে গোপন উৎস থেকে তথ্য পাওয়া যায় যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পূর্বগঙ্গাবর্দি গ্রামস্থ জনৈক শাহাজাদা মিয়ার ইটের ভাটার পাশে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে। এ প্রেক্ষিতে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২০/০১/২০২০ইং তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পূর্বগঙ্গাবর্দি গ্রামস্থ জনৈক শাহাজাদা মিয়ার ইটের ভাটার পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ রিয়াজ  মন্ডল(২২), পিতা-মৃত মোতালেব মন্ডল, সাং- কবিরপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করে।

এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৪০ (চল্লিশ) পিস ইয়াবা এবং মাদক বিক্রিত ১০০০/- টাকা জব্দ করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। 

ইনিউজ ৭১/এম.আর