ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা তিন দিনের মধ্যে চাকরি বিধিমালা চূড়ান্ত করার দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে তারা এই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে মেট্রোরেল যথারীতি চলবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে এবং ডিএমটিসিএলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের প্রতি সম্মান প্রদর্শন করে গত ১৭ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত প্রেস রিলিজের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের জন্য চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে গত ১৩ ও ১৭ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রেস রিলিজ প্রকাশিত হয়েছিল।
এরই পরিপ্রেক্ষিতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার ওপর কয়েক দফায় বিশদ আলোচনা করেন। আলোচনায় খসড়া চাকরি বিধিমালার ত্রুটি-বিচ্যুতি সংশোধন সাপেক্ষে ২০ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৩০ দিনের (২২ মার্চ) মধ্যে আধুনিক ও বাস্তবসম্মত চাকরি বিধিমালা প্রণয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। এই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আগামীকালের (২১ ফেব্রুয়ারি) কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এর আগে, গত বছরের ১২ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মেট্রোরেলের জন্য স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়নের নির্দেশনা দেন। কিন্তু ৫ মাস পেরিয়ে গেলেও কোনো রহস্যজনক কারণে এটি এখনো চূড়ান্ত করা হয়নি। এই বিলম্বের কারণে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়, যা কর্মবিরতির হুঁশিয়ারির মাধ্যমে প্রকাশ পায়।
মেট্রোরেল কর্মীরা আশা প্রকাশ করেছেন, আগামী ৩০ দিনের মধ্যে চাকরি বিধিমালা চূড়ান্ত হলে তাদের দাবি পূরণ হবে। এদিকে, মেট্রোরেলের যাত্রীসেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।