রঙিন বাংলাদেশ, পঞ্চাশের উৎসব

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই ডিসেম্বর ২০২১ ০৬:০৯ অপরাহ্ন
রঙিন বাংলাদেশ, পঞ্চাশের উৎসব

জন্মযুদ্ধে বাঙালির বিজয়ের ৫০ বছর পূর্তিতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো বর্ণিল কুচকাওয়াজ। এতে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সশরীরে উপস্থিত থেকে এ উদযাপনের মাহেন্দ্রক্ষণের সাক্ষী হয়েছেন সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন দেশের সম্মিলিত কুচকাওয়াজ ছাড়াও ছিলো মনোজ্ঞ এরোমেটিক শো। 


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ আয়োজনে সকাল ঠিক সাড়ে দশটায় সুসজ্জিত মোটর শোভাযাত্রা নিয়ে প্যারেড গ্রাউন্ডে পৌঁছান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাকে স্বাগত জানান এর আগেই অনুষ্ঠানস্থলে পৌছানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।


শুরুতেই খোলা জিপে করে কুচকাওয়াজ পরিদর্শণ করেন রাষ্ট্রপ্রধান।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের আয়োজনে- সেনা, নৌ, বিমানবাবাহিনী, বিএনসিসি, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন। অভিবাদন মঞ্চে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


এবারই প্রথম ভারত, ভূটান ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেন বিজয় দিবসের কুচকাওয়াজে। পর্যবেক্ষক হিসেবে ছিলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।


আয়োজনের সবচেয়ে আকর্ষনীয় অংশ ছিলো আকাশে বিমানবাহিনীর মহড়াসহ সশস্ত্রবাহিনীর বিভিন্ন বিভাগ ও রেজিমেন্টের রণকৌশল মহড়া।


আর্মি এভিয়েশনের এয়ারক্রাফট, নেভি এভিয়েশন এবং র‍্যাব হেলিকপ্টার থেকে প্যারাট্রুপারদের আকাশ থেকে মাটিতে নেমে আসা মুগ্ধ করে দর্শকদের।