স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ১লা মার্চ ২০২২ ১১:৫৬ পূর্বাহ্ন
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন সিইসি

সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনার।


মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইসি বেগম রাশেদা সুলতানা, মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, আনিছুর রহমান, সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।


সকাল ১০টায় স্মৃতিসৌধে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারগণ। এরপর ১০টা ৫ মিনিটে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন। সব শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার।


পরিদর্শন বইতে তিনি লেখেন, ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার ও আমার জন্য আজ এটি এক বিরল সম্মান।এরপর সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন ঢাকার জেলা প্রশাসক শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা।