ঝড়ের কারণে বন্ধ শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ-ফেরি চলাচল

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: শুক্রবার ২২শে এপ্রিল ২০২২ ০৭:৫৩ অপরাহ্ন
ঝড়ের কারণে বন্ধ শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ-ফেরি চলাচল

শিমুলিয়া-বাংলাবাজার রুটে কালবৈশাখী ঝড়ের কারণে পদ্মা নদীতে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।


শুক্রবার বিকেল ৪টার দিকে যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে এমন পদক্ষেপ নিয়েছে বিআইডব্লিউটিএর নদী বন্দর কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ রুটে এসব নৌযান বন্ধ থাকবে।


ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে অর্ধশতাধিক যানবাহন।


বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও মাজিরকান্দি নৌরুটে মোট ১৫৩টি স্পিডবোট ও ৮৭টি লঞ্চ চলাচল করছিল। তবে কালবৈশাখী ঝড়ের কারণে যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে বিকেল ৪টা ১০মিনিট থেকে নৌযানগুলো বন্ধ রাখা হয়েছে। নদীর অবস্থা স্বাভাবিক হলে আবার তা চলাচল শুরু করবে।


বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল বলেন, সাড়ে ৪টার দিকে ঝড়-বৃষ্টির কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘাটে বর্তমানে ৭০-৮০টি যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। আবহাওয়া অনুকূলে আসলে আবারও ফেরি সচল হবে। তখন এসব যানবাহন পারাপার শুরু করবে।