রাত পোহালেই ষষ্ঠ ধাপের ২১৯ ইউপি’তে ভোট

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: রবিবার ৩০শে জানুয়ারী ২০২২ ০৬:৫৪ অপরাহ্ন
রাত পোহালেই ষষ্ঠ ধাপের ২১৯ ইউপি’তে ভোট

রাত পোহালেই ষষ্ঠ ধাপে দেশের ২১৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (৩১ জানুয়ারি) সব কেন্দ্রতেই ভোট হবে ইভিএমে। রোববার (৩০ জানুয়ারি) কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম মেশিনসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।


এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি কাজ করছেন র‌্যাব ও আনসার সদস্যরাও। রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও।


৬ষ্ঠ ধাপে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৮টি ইউনিয়নের নিবাচন হবে আগামী কাল। ৮টি ইউনিয়নে এবার ব্যালটের পরিবর্ততে ভোট হবে ইভিএম মাধ্যমে। সাদুল্যাপুর উপজেলায়- ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, সংরক্ষতি সদস্য পদে ১৫০ জন এবং সাধারণ সদস্য পদে ৬১৮ জন নিবাচনে অংশ নিচ্ছেন। সাদুল্যাপুর উপজেলায় মোট ভোটার সংখ্য ১ লাখ ৭১ হাজার ৫৭২ জন ভোটার রয়েছেন।


অন্যদিকে, ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম শিপনের নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চেয়ারম্যান প্রার্থী।


জামালপুরের দেওয়ানগঞ্জ ‍উপজেলার পাররাম রামপুর ও সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদের নির্বাচন। ২টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন। সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ২৭ জন নারী এবং ৮৮ সাধারণ ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


৬ষ্ঠ ধাপে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন হবে আগামী কাল। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্র পাঠানে হচ্ছে নিবাচনী সরঞ্জাম। সাদুল্যাপুর পাইলট হাইস্কুল মাঠে জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম নিবার্চনে নিয়োজিত সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন।


কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ৩টি ও চিলমারী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। এ দুটি উপজেলার প্রতিটি ইউপিতে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে।

 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৭টি ইউনিয়নের ৭১টি কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ইভিএম মেশিনসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন উপলক্ষে সকালে মানিকগঞ্জের শিবালয়ের সরকারি বিদ্যালয় মাঠে আনসার,পুলিশসহ আইনশৃঙ্গলা বাহিনীর ব্রিফিং করেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। এ উপজেলার ৭টি ইউনিয়নে ৪টি চরাঞ্চলের কেন্দ্রেসহ ৭১টি কেন্দ্রে ১৪২টি ইভিএম মেশিনের মাধ্যমে ৭১ জন প্রিজাইডিং, ৪৪০জন সহকারী, ৮৮০ জন পলিং অফিসারের মাধ্যমে ১ লাখ ৪৩ হাজার ৫১ জন ভোটার ভোট প্রদান করার কথা রয়েছে। এতে পুলিশ,আনসার, র‌্যাবসহ ৩ হাজার আইনশৃঙ্গলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।