মায়ের আঘাতে প্রাণ গেল আনিকার

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - চট্টগ্রাম
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২৫ ১২:০৪ অপরাহ্ন
মায়ের আঘাতে প্রাণ গেল আনিকার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আনিকা আক্তার (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আনিকার মাকে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার (১২ জানুয়ারি) রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় সোনা মিয়া হাজীর বাড়ি থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়। 


স্থানীয় সূত্রে জানা গেছে, আনিকা ওই এলাকার নাজিম উদ্দিনের মেয়ে এবং লক্ষ্মীপুর জেলার প্রবাসী মো. মুরাদের স্ত্রী। তার ৪ মাস বয়সী মেয়ে এবং ৬ বছর বয়সী ছেলে রয়েছে। আনিকা বাপের বাড়িতে থাকতেন। 


রোববার দুপুর থেকে আনিকার ঘরের দরজা বন্ধ দেখে আশপাশের লোকজন সন্দেহ করতে থাকে। পরে কয়েকজন ঘরে ঢুকে আনিকার রক্তাক্ত দেহ দেখতে পান। তার শরীরে বিভিন্ন স্থানে কোপের চিহ্ন ছিল। এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরে আনিকার মা ছাড়া আর কেউ ছিল না। 


স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানান, মেয়েটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মেয়ের মা এবং মেয়ের মধ্যে মানসিক সমস্যা ছিল বলে তিনি শুনেছেন। এ ঘটনায় প্রশাসন ব্যবস্থা নেবে।


ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক বলেন, আনিকা ও তার মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। রোববার একপর্যায়ে তার মা তাকে একাধিক ছুরিকাঘাত করেন এবং মেয়েটি ঘটনাস্থলে মারা যায়। পুলিশ মাকে গ্রেপ্তার করেছে এবং লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।