জীবন যুদ্ধে হার না মানা সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি রাসেল। কুমিল্লা কান্দিরপার পূবালী চত্বর থেকে ভিক্টোরিয়া কলেজ রুটে চলাচলরত প্রত্যেকের নিকটই রাসেল একটি পরিচিত মুখ।
দুই পা এবং একটি হাত না থাকার পরেও সে অন্যদের মত ভিক্ষাবৃত্তিকে বেছে না নিয়ে অটো চালানোর মত একটি ঝুকিপূর্ণ পেশা বেছে নিয়েছে।
এমন প্রতিবন্ধী ছেলেটির জীবন সংগ্রামে যেখানে প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথা সেখানে আজ ট্রাফিক পুলিশ ছেলেটিকে পেটানো হয়েছে এবং তার গাড়ির তার কেটে দেয়া হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।