গাংনীতে যুবদল সভাপতিকে হত্যার ঘটনায় তিন যুবদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: শুক্রবার ৩রা জানুয়ারী ২০২৫ ০৬:৫৫ অপরাহ্ন
গাংনীতে যুবদল সভাপতিকে হত্যার ঘটনায় তিন যুবদল নেতা গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলায় যুবদল সভাপতি আলমগীর হোসেনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব তিনজন যুবদল নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে র‌্যাব ১২ এর গাংনী ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 


গ্রেফতারকৃতরা হলেন, গাংনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম (বিপ্লব), যুবদল কর্মী মফিকুল ইসলাম ও যুবদল কর্মী মো. আলমগীর হোসেন। তাদের বয়স যথাক্রমে ৩৬, ৩৯ এবং ৪০ বছর। 


র‌্যাব কমান্ডার আশরাফ উল্লাহ জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, নিহত আলমগীর হোসেনের কাছে মফিকুল ইসলামের ২ লক্ষ টাকা পাওনা ছিল। চার বছর আগে মফিকুল আলমগীরকে টাকা ধার দিয়েছিলেন, কিন্তু আলমগীর তা পরিশোধ না করে সৌদি আরবে চলে যান। কিছু মাস আগে দেশে ফিরে আসলে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। মফিকুল তার বন্ধু বিপ্লবকে বিষয়টি জানায়, এবং বিপ্লব ও আলমগীর একাধিকবার আলমগীরের কাছে মফিকুলের টাকা ফেরত পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তা সফল হয়নি। 


আশরাফ উল্লাহ আরও জানান, তিন দিন আগে আলমগীর এবং মফিকুলের মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়, এরপর আসামীরা আলমগীরকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, বিপ্লব ও মফিকুল আলমগীরকে আটকে রাখে এবং আলমগীর তাকে দা দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর তারা লাশ ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে এবং হত্যার কাজে ব্যবহৃত দা রাস্তার ধারে ফেলে আসে। 


তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের ঘটনাস্থলে উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের দলীয় পরিচয় গাংনী পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, নিহত আলমগীর হোসেনের পিতা মইন উদ্দীন বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ৪ তাং ০২.০১.২৫ইং। 


তদন্ত কর্মকর্তা এসআই তহিদুল ইসলাম জানিয়েছেন, তিনজন আসামীকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২ জানুয়ারি গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি আলমগীর হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।