মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের দয়েরপাড়ায় রতন আলী (৩৫) নামের এক ব্যক্তির মুদিখানা দোকানের শাটারে নেট ব্যাগে বেঁধে রাখা দুটি বোমা উদ্ধার করেছে থানা পুলিশ। রতন আলী স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে গাংনী থানা পুলিশের একটি দল এসআই সঞ্জীবের নেতৃত্বে বোমা দুটি উদ্ধার করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “সংবাদ পেয়ে এসআই সঞ্জীবের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নেট ব্যাগে বাঁধা অবস্থায় দুটি বোমা উদ্ধার করে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বোমাগুলো রেখে গেছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্তাধীন।”
স্থানীয় বাসিন্দা ও দোকানের মালিক রতন আলীর পিতা আশরাফুল ইসলাম জানান, “রাতের আঁধারে কে বা কারা বোমা রেখে গেছে, তা আমরা জানি না। আমি ফজরের নামাজ শেষে দোকান খুলতে গেলে নেট ব্যাগে বাঁধা অবস্থায় বোমাগুলো দেখতে পাই। সঙ্গে সঙ্গে গাংনী থানায় খবর দেই। পুলিশ এসে বোমাগুলো পানি ভর্তি বালতিতে করে নিয়ে যায়।”
আশরাফুল ইসলাম আরও জানান, তার বা তার পরিবারের কারও কোনো শত্রু নেই। এমন ঘটনায় তারা ভীষণ আতঙ্কিত। পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছেন।
গাংনী থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
বোমা দুটি উদ্ধার হওয়ার পর থেকে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তারা সন্দেহভাজনদের তালিকা তৈরি করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।