পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা গ্রামে স্লুইসগেট নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে কৃষকরা একটি সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্টি এলাকায় বাংলাদেশ কৃষক সমিতির কলাপাড়া উপজেলা শাখা এই কর্মসূচি আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতির কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জি.এম. মাহবুবুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন কমরেড নাসির উদ্দিন, কৃষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), কৃষক অমল ঘরামী।
বক্তারা বলেন, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা গ্রামে কৃষকদের স্বার্থে নির্মাণাধীন স্লুইসগেটের কাজ বন্ধ করার পেছনে একটি স্বার্থান্বেষী মহলের হাত রয়েছে। তারা দাবি করেন, মাছ চাষের স্বার্থে এই স্লুইসগেট নির্মাণে বাধা দেওয়া হচ্ছে, যা কৃষকদের জন্য ক্ষতিকর। তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, এর পরিণতি ভাল হবে না। এছাড়া, বক্তারা ৪০ কেজিতে ধানের মন পরিমাপ এবং সকল খাল, বিল, জলাশয় দখলমুক্ত করার দাবি জানান।
পরে সমাবেশ শেষে কৃষকরা বিভিন্ন ইউনিয়ন থেকে অংশগ্রহণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচির সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক সমিতির কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক আতাজুল ইসলাম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।