সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে হাইওয়ে থানার উদ্যোগে সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে এ কার্যক্রম শুরু করেন।
প্রচার অভিযানের সময় মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন হাটিকুমরুল গোলচত্বর, বোয়ালিয়া বাজার, চান্দাইকোনা বাজার, নাটোর রোড এবং পাবনা রোডের এলাকায় যানবাহনের চালক, মালিক ও সাধারণ পথচারীদের উদ্দেশ্যে মাইকিং করা হয়। এতে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, থ্রি-হুইলার চলাচল বন্ধ করা এবং ঘনকুয়াশার সময় চালকদের করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
এ সময় হাইওয়ে পুলিশ ২০১৮ সালের সড়ক পরিবহন আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি, থ্রি-হুইলার চালক ও মালিকদের সঙ্গে সিরাজগঞ্জ-পাবনা রোডের সিএনজি স্ট্যান্ডের পাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মহাসড়কে শৃঙ্খলা রক্ষার জন্য নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
আলোচনা সভায় থ্রি-হুইলার চালক ও মালিকগণ নিয়ম মেনে চলার বিষয়ে একমত পোষণ করেন। হাইওয়ে পুলিশের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের পদক্ষেপের প্রশংসা করেন।
উল্লেখ্য, হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের এই সচেতনতামূলক প্রচার অভিযান মহাসড়কে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনার সংখ্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।