গভীর রাতে শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে ডিসেম্বর ২০২৪ ০১:০১ অপরাহ্ন
গভীর রাতে শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলায় তীব্র শীতের মধ্যে শীতার্তদের সহায়তায় এগিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। পৌষ মাসের শুরু থেকে উত্তরের জেলা দিনাজপুরে তীব্র শীত ও ঠান্ডা বাতাস বইছে, যা বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসহায় মানুষদের জন্য কষ্টকর হয়ে উঠেছে। 


উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের দিকনির্দেশনায়, ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে বোয়ালদাড় ইউনিয়নের পালী বটতলী আশ্রায়ন প্রকল্পে বসবাসরত দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। 


এ সময় ইউএনও অমিত রায় নিজে কম্বল হাতে পৌঁছে যান আশ্রয় প্রকল্পের বাসিন্দাদের কাছে এবং তাদের গায়ে শীতের উষ্ণ কম্বল জড়িয়ে দেন। গভীর রাতের অন্ধকারে তার এই মানবিক উদ্যোগে আশ্রয় প্রকল্পের বাসিন্দারা অভিভূত হন। 


কম্বল পেয়ে আশ্রয় প্রকল্পের বাসিন্দা রইছা বেগম ও শিশু জান্নাতুন বলেন, "আমরা রাতে ভাত খেয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ গাড়ির শব্দ শুনে ঘুম ভেঙে দেখি ইউএনও স্যার আমাদের কাছে কম্বল নিয়ে এসেছেন। তীব্র শীত আর ঠান্ডা বাতাসের মধ্যে এই কম্বল পেয়ে আমরা খুব খুশি। আমরা তাদের জন্য দোয়া করি।"


ইউএনও অমিত রায় জানান, জেলা প্রশাসক রফিকুল ইসলাম স্যারের নির্দেশনায়, শীতার্তদের জন্য এই কম্বল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, "এই শীতে সবচেয়ে কষ্টে থাকে দরিদ্র, অসহায় মানুষরা। আশ্রয় প্রকল্পে বসবাসরত মানুষগুলোর জন্য শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করা হচ্ছে। অনেক সময় দিনবেলায় তারা কাজে ব্যস্ত থাকে, তাই রাতে গিয়ে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেয়া হচ্ছে।"


তিনি আরও বলেন, "এটি একটি চলমান কর্মসূচি, যা অব্যাহত থাকবে। আমি সমাজের বৃত্তবানদের আহ্বান জানাই, এই অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে।"


এ ধরনের মানবিক উদ্যোগে প্রভাবিত হয়ে আশ্রয় প্রকল্পের স্থানীয়রা ইউএনও অমিত রায়ের ভূয়সী প্রশংসা করেছেন।