লাচ্ছির বোতলে ইয়াবা নিয়ে নারী আটক!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৪ঠা আগস্ট ২০১৯ ০৩:২২ অপরাহ্ন
লাচ্ছির বোতলে ইয়াবা নিয়ে নারী আটক!

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজু যৌথ চেকপোষ্টে ৮৪০০ পিস ইয়াবা সহ মনোয়ারা বেগম (২১) নামের এক ইয়াবা পাচারকারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মুল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। শনিবার (৩আগস্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক মো: আনোয়ার হোসেন মজুমদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুক্রবার ২ আগস্ট বিকাল ৩টার দিকে রামুর রেজু যৌথ চেকপোষ্টে দায়িত্বরত বিজিবির সদস্যরা নিয়মিত বিভিন্ন যানবাহনে তল্লাশী করেন। এসময় টেকনাফের হ্নীলা থেকে আসা কক্সবাজারগামী যাত্রীবাহী একটি সিএনজি তল্লাশী শুরু করলে মনোয়ারা বেগম (২১) নামের এক নারীর কাছ থেকে ৮৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিনব কৌশলে ব্যাগের ভেতর করে প্রাণের লাচ্ছির বোতলের মাধ্যমে এসব ইয়াবা পাচার করছিল। আটক মনোয়ারা বেগম টেকনাফ উপজেলার নয়াপাড়া এলাকার মো: ইসমাইল হোসেনের স্ত্রী। আটককৃত নারীকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর