নির্বাচনের আগে সংস্কারেই অগ্রাধিকার: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ২রা ডিসেম্বর ২০২৪ ০৬:১৮ অপরাহ্ন
নির্বাচনের আগে সংস্কারেই অগ্রাধিকার: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তার সরকার নির্বাচনের আগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (২ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।  


ড. ইউনূস বলেন, "জুলাই বিপ্লবের মূল বার্তাই ছিল সংস্কার। আমরা দেশের ব্যবসার পরিবেশ উন্নত করতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য কাজ করে যাচ্ছি। দুর্নীতি দমন, শ্রম আইন সংস্কার এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজতর করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।"  


তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের ফলে দেশ এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে, সমাজের বিভিন্ন অংশ থেকে উচ্চ প্রত্যাশা ও কিছু চ্যালেঞ্জও বিদ্যমান।  


সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বাংলাদেশের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করে বলেন, "আমরা ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে সমর্থন করছি। পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং প্রশাসনের সংস্কার উদ্যোগ বাংলাদেশের জন্য ইতিবাচক ফল আনবে।"  


বৈঠকে তারা বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন, সুইডিশ বিনিয়োগের সম্ভাবনা এবং গণআন্দোলনে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।  


এ সময় উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী।  


ড. ইউনূসের সরকারের সংস্কার প্রচেষ্টার ফলে দেশের স্থিতিশীল পরিবেশ সুইডিশ বিনিয়োগকে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।