খালেদা জিয়ার জন্য ঢাকা সেনানিবাসের বাড়ি ফেরত দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক
সৌরভ নূর , বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ২২শে নভেম্বর ২০২৪ ০৬:০১ অপরাহ্ন
খালেদা জিয়ার জন্য ঢাকা সেনানিবাসের বাড়ি ফেরত দেওয়ার দাবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য ঢাকার সেনানিবাসের শহিদ মইনুল রোডের বাড়ি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন দলের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ২০১০ সালে এই বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল। শুক্রবার রাজধানীর শহিদ জিয়া পরিষদের আয়োজনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এক অনুষ্ঠানে এই দাবি তুলে ধরেন তিনি।

আলাল বলেন, "যে বাড়ি থেকে খালেদা জিয়াকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল, সেটি আবার তাকে ফিরিয়ে দেওয়া উচিত। এটা বিএনপির জন্য শুধু একটি রাজনৈতিক দাবি নয়, এটি দলের নেত্রী ও তার পরিবারের মর্যাদারও বিষয়।"

এছাড়া, নবগঠিত নির্বাচন কমিশনের ব্যাপারে আস্থা ব্যক্ত করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, "বিএনপি নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখছে। তবে কথা না বলে তাদের কাজের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে।" তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার যেসব নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কাজ শুরু করেছে, তা দ্রুত শেষ হবে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, প্রচার সম্পাদক সাদেক হোসেন সাদেক, শহিদ জিয়া পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অহিদুল আলম লিখন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ হাসান শিপন প্রমুখ।

এছাড়া, আলাল বলেন, "বিএনপি সব সময় গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এবং মানুষের অধিকার রক্ষায় নিজেদের কার্যক্রম চালিয়ে যাবে। দলটি জনগণের পক্ষে শক্তিশালী অবস্থান গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও দেশের জন্য তার সংগ্রামের কথা স্মরণ করেন এবং তার আদর্শে অবিচল থাকার প্রতিশ্রুতি দেন।