ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ডা. মো. রাশেদুজ্জামান রিন্টু নামের ওই চিকিৎসক শনিবার তিনি ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্র জানায়, ডা. রাশেদুজ্জামান রিন্টু সিএলডি (ক্রোনিক লিভার ডিজিজ) এর রোগী ছিলেন। তিনদিন ধরে জ্বর, বমি, পায়খানার সাথে রক্ত ও মুখ দিয়ে রক্ত পড়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
ডা. রাশেদুজ্জামান রিন্টু রাজশাহী মেডিকেল কলেজের ৩৩তম ব্যাচের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায়। তিনি কুষ্টিয়া আদ-দ্বীন হাসপাতাল সংলগ্ন এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।