বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের ১৩২ নং শরিফের চর নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের স্কুল ফিডিং বন্ধ রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসছে কিন্তু শিশু শিক্ষার্থীদের জন্য সরকারের বরাদ্দকৃত বিস্কুট তারা পাচ্ছে না। ৪ আগস্ট রবিবার সকাল ১০ টায় বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। কিন্তু ঐ সময়ে শিক্ষার্থীদের হাতে স্কুল ফিডিংয়ের বিস্কুট দিতে পারছেন না শিক্ষকগণ। বিস্কুট না পেয়ে শিক্ষার্থীদের মন খারাপ নিয়ে বাড়িতে চলে যেতে হচ্ছে। শিক্ষার্থীদের কেনো বিস্কুট দেয়া হচ্ছে না, জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান "ইনিউজ৭১"কে জানান, তার প্রতিষ্ঠানে ২০৫ জন শিক্ষার্থী রয়েছে।
চলতি আগস্ট মাসের বরাদ্দকৃত বিস্কুট কর্তৃপক্ষ তাদের দিতে পারেনি। তাই শিশুরা স্কুল ফিডিং থেকে বঞ্চিত হচ্ছে। বিস্কুটের দায়িত্ব থাকা এফ,এম আঃ জলিল জানায়, সরকারের সাথে তাদের চুক্তি শেষে নতুন বরাদ্দ না থাকায় এ সমস্যা হয়েছে। একই কথা বলেন, বিস্কুটের উপজেলা পর্যায়ে দায়িত্বে থাকা এস,এফ,পি হরজীবন। তবে ভিন্ন কথা বলেন, জেলা পর্যায়ের দায়িত্বে থাকা মোঃ মানিক। তিনি জানান, ডাটাবেজের কারণে এ সমস্যা হতে পারে। তবে চলতি মাসের ২০ তারিখ ছাড়া সেখানে বিস্কুট পৌঁছনো সম্ভব নয়। তার কাছে আরো জানতে চাওয়া হয়, কোরবানির ছুটির আগ পর্যন্ত শিশু শিক্ষার্থীদের স্কুল ফিডিং কেনো বন্ধ থাকবে, এর সঠিক উত্তর তিনি দিতে পারেননি। এ ব্যাপারে কথা হয়, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান ( ভারপ্রাপ্ত), তিনি জানান, এ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে কিছুই জানাননি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।