
প্রকাশ: ১০ আগস্ট ২০১৯, ১৮:৭

ট্রেনের ছাদে ভ্রমণ নিষিদ্ধ হলেও তাকে অনেকটা স্বাগতই জানিয়েছেন খোদ রেলমন্ত্রী। কিন্তু ঈদের সময় ভিড় বেড়ে যাওয়ায় বারণ না শুনেই অনেকেই ছাদে উঠে পড়েন।

জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে যাত্রীদের যাওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে রেলমন্ত্রী সুজন বলেন, এসব লোকদের নামিয়ে দিলেই কি সমস্যার সমাধান করতে পারবো? সব সময় ইচ্ছা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা যাত্রীদের ছাদ থেকে নামিয়ে দিতে পারি না।একতা ট্রেনের যাত্রী মাসুম পারভেজ মন্ত্রীকে বলেন, 'ছাদে কেন মানুষ উঠেছে?' মন্ত্রী তখন বলেন, ঈদ উপলক্ষে একটু এমনই হয়ে থাকে, তবে আগামীতে চেষ্টা থাকবে যেন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে না যায়।