বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ১৬ সদস্যের প্রতিনিধি দলটি মঙ্গলবার (৬ আগস্ট) দুপরে ঢাকা ত্যাগ করবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৭ আগস্ট ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারতের স্বরাষ্ট্র পর্যায়ে সপ্তম বৈঠক। বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড, মাদক-চোরাচালান বন্ধসহ সীমান্ত ব্যবস্থাপনা, সন্ত্রাস দমন, রোহিঙ্গা সমস্যা দূর করার মতো বিষয়গুলো স্থান পাবে মোটা দাগে।আলোচনায় থাকতে পারে আগরতলার মহারাজা বীরবিক্রম এয়ারপোর্ট সম্প্রসারণে বাংলাদেশের ব্রাক্ষ্মণবাড়িয়ার অংশ থেকে জমি অধিগ্রহণের বিষয়টিও। পাশাপাশি আলোচনায় থাকবে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়।
সফরসূচি অনুযায়ী ৭ আগস্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সঙ্গে বৈঠক করবেন। দায়িত্ব গ্রহণের পর বিদেশি কোনো মন্ত্রীর সঙ্গে এটাই অমিত শাহ’র প্রথম বৈঠক। ৮ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিনই ঢাকা ফেরার কথা রয়েছে তার।এর আগে, দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।