নোয়াখালীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত বোনকে ঢাকা পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: শনিবার ১৬ই নভেম্বর ২০২৪ ০৩:৫৪ অপরাহ্ন
নোয়াখালীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত বোনকে ঢাকা পাঠানো হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় ১৩ বছরের শিশু আইরিনের মৃত্যু হয়েছে এবং তার ছোট বোন আঁখি (৭) গুরুতর আহত হয়েছে। গত শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার জিরতলী চৌরাস্তা থেকে চন্দ্রগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইরিন এবং তার ছোট বোন আঁখি সিএনজি চালিত অটোরিকশা যোগে চৌমুহনী থেকে আমিনবাজার যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি উল্টে যায় এবং দুই বোন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা আইরিনকে মৃত ঘোষণা করেন। তার ছোট বোন আঁখিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।


এ ঘটনায় স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং মহাসড়কে অবাধে বাস ও যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, "ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ বাসটি চিহ্নিত করার চেষ্টা করছে। এছাড়াও অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


নিহত আইরিন উপজেলার ছয়ানী ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মো. বাবুলের মেয়ে। স্থানীয়রা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সরকারের কাছে নিরাপদ সড়ক ব্যবস্থার দাবি জানিয়েছেন।