“হারিয়ে যাচ্ছে শিশুদের খেলার মাঠ, হারিয়ে যাচ্ছে শিশুদের ধর্মীয় শিক্ষা, হারিয়ে যাচ্ছে শিশুদের ইতিহাস-ঐতিহ্যের সাংস্কৃতিক কার্যক্রম”- এই প্রদিপাদ্য বিষয়কে সামনে রেখে কলাপাড়ায় কোচিং বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল এগারোটায় নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরি পট্টিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক অধিকার সংরক্ষন কমিটির উপজেলা শাখার সভাপতি প্রভাষক নিজাম উদ্দিন, মানিকমালা খেলাঘর আসরের সভাপতি ও কাউন্সিলর মনোয়ারা বেগম, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টাস ইউনিটির অর্থবিষয়ক সম্পাদক রাসেল কবির মুরাদ, নাগরিক সংরক্ষণ উপজেলা শাখার সাধারন সম্পাদক সোয়েবুর রহমান সোয়েব, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি দিবাকর সরকার পিন্টু, সাংগঠনিক সম্পাদক তাবিদ আদনান, অভিভাবক প্রতিনিধি মতিউর রহমান খান প্রমুখ।
বক্তারা, বর্তমান সরকারের কোচিং বানিজ্য বন্ধের গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে সারাদেশের ন্যায় কলাপাড়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ চলাকালীন সময় শিক্ষকদের যথাযথ পাঠদান নিশ্চিতের দাবি জানান এবং তারা এসব যৌক্তিক দাবি পূরনে স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।