রোমে ‘থ্রি জিরোস ক্লাব’ চালু করলেন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার ১৬ই নভেম্বর ২০২৪ ০৫:২৩ অপরাহ্ন
রোমে ‘থ্রি জিরোস ক্লাব’ চালু করলেন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূস

ইতালির রোমে ‘পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি জিরোস ক্লাব’ উদ্বোধন করেছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির প্রচারক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ উদ্যোগটি মানবতার জন্য একটি রূপান্তরমূলক ভবিষ্যতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 


শনিবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘থ্রি জিরোস ক্লাব’ বিশেষভাবে রোমের প্রান্তিক যুবকদের জন্য উদ্ভাবনী ধারণার বিকাশ এবং স্থায়ী সমাধান তৈরির একটি প্ল্যাটফর্ম সরবরাহ করবে। এ ক্লাবের লক্ষ্য হল দারিদ্র্য, বেকারত্ব এবং নেট কার্বন নিঃসরণ শূন্য করা, যা মানবাধিকার, সমতা এবং পরিবেশবান্ধব উন্নয়নের পক্ষে কাজ করবে। 


২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূস বলেন, "এই উদ্যোগের মাধ্যমে আমরা এমন একটি সভ্যতার পথে পদক্ষেপ নিতে যাচ্ছি, যা সহানুভূতি, সাম্য এবং স্থায়িত্বের ভিত্তিতে গড়ে উঠবে। আমাদের লক্ষ্য এমন একটি সমাজ গঠন করা, যেখানে প্রত্যেক ব্যক্তি তার ভাগ্যের মালিক হয়ে গর্বিত হতে পারবে।" 


পোপ ফ্রান্সিস এবং অধ্যাপক ইউনূস সবাইকে এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, মানবিক এবং পরিবেশবান্ধব পৃথিবী গড়ে তোলার পথে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 


বর্তমানে বিশ্বজুড়ে ৪ হাজার ৬০০ এরও বেশি থ্রি জিরোস ক্লাব কার্যক্রম পরিচালনা করছে, যা এই দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিষ্ঠিত হয়েছে।