সরাইলে স্কুলের দেয়াল নির্মাণে কবরস্থানের রাস্তা বন্ধ, এলাকাবাসীর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১৩ই নভেম্বর ২০২৪ ০৬:১২ অপরাহ্ন
সরাইলে স্কুলের দেয়াল নির্মাণে কবরস্থানের রাস্তা বন্ধ, এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বড়ই বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণে নতুন দেয়াল নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, স্কুলের পেছনে নির্মিত একটি অপ্রয়োজনীয় দেয়াল কবরস্থানে যাওয়ার একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে, ফলে শত শত মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।  


বুধবার (১৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে এ অভিযোগ তুলে ধরেন জমিদাতা জাকির হোসেন। তিনি জানান, স্কুলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য দেয়াল নির্মাণের কাজ চলছে, তবে দক্ষিণ পাশে (স্কুল ভবনের পেছনে) অতিরিক্ত দেয়াল নির্মাণের ফলে কবরস্থানের রাস্তাটি বন্ধ হয়ে যাচ্ছে, যা এলাকাবাসীর জন্য বড় সমস্যা। তিনি বলেন, "আমরা স্কুলের উন্নয়নে সহায়তা করেছি, কিন্তু আজ আমাদের চলাচলের পথ বন্ধ হচ্ছে।"  


স্থানীয় সর্দার ও মুরুব্বি আব্দুল বাছির বলেন, "এলাকার উন্নয়নে দেয়াল নির্মাণে আমরা সমর্থন করি, তবে অতিরিক্ত দেয়াল দিয়ে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করা অযৌক্তিক।" একই সঙ্গে তিনি জানান, "এতে সরকারি অর্থ অপচয় হচ্ছে এবং এলাকাবাসী বিশেষ করে মৃতের লাশ বের করার জন্য সমস্যায় পড়বে।"  


এলাকার আরেক মুরুব্বি আব্দুল মোমেন বলেন, "আমরা স্কুল নির্মাণে সহায়তা করেছি, কিন্তু আজ আমাদের শেষ বিদায়ের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে।"  


এ ব্যাপারে সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৌসাদ আহমেদ বলেন, "স্কুলের সীমানার মধ্যে দেয়াল নির্মাণের কাজ চলমান।" তবে, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম জানান, "স্কুল ও এলাকাবাসীর স্বার্থে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"  


এখন এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপে আশাবাদী, যাতে তাদের চলাচলের সমস্যা সমাধান হয় এবং অপ্রয়োজনীয় দেয়াল নির্মাণ বন্ধ হয়।