রাজাপুরে ১ হাজার ৩৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: বুধবার ১৩ই নভেম্বর ২০২৪ ০৫:১৯ অপরাহ্ন
রাজাপুরে ১ হাজার ৩৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঝালকাঠির রাজাপুরে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে ১ হাজার ৩৩০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  


উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোসা: শাহিদা শারমিন আফরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল্লাহ, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন, এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম কুমার।  


উপস্থিত কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ ও সার বিতরণ করা হয়, যার মধ্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, চীনাবাদাম, মুগ, মসুর এবং খেসারী অন্তর্ভুক্ত। এই কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নের ১ হাজার ৩৩০ জন কৃষক পর্যায়ক্রমে বীজ ও সার পাবেন। 


উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ বলেন, “এই প্রণোদনা কর্মসূচি প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষি খাতে সমৃদ্ধি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” কৃষকরা আশা প্রকাশ করেছেন, এই সহায়তা তাদের কৃষি উৎপাদন আরও বাড়িয়ে তুলবে এবং আর্থিকভাবে সহায়ক হবে।