প্রকাশ: ২ নভেম্বর ২০২৪, ১৬:৫৩
দেশে ফ্যাসিবাদের পুনর্বাসন করা যাবে না—এমন দৃঢ় অবস্থান নিয়ে দেবীদ্বারে এক আলোচনা সভায় বক্তব্য রাখলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসনাত উল্লেখ করেন, "ভবিষ্যতের সরকার নির্বাচন করবে দেশের জনগণ। যদি তারা এমন কাউকে নির্বাচিত করে, যিনি আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করবেন, তাহলে তার দায়ভার আপনারাই নিতে হবে।" তিনি বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতিতে জনগণকেই সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে, কে আসবে ক্ষমতায়।
উল্লেখ্য, শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসনের দায়িত্ব সরকারের, তবে বর্তমান সহায়তা বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে দেওয়া হচ্ছে। তিনি নিশ্চিত করেন, "একটি পরিবারও পুনর্বাসন ছাড়া থাকবে না।"
এছাড়া দেবীদ্বারে চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, এলাকার যানজট নিরসনের লক্ষ্যে রোড ডিভাইডার নির্মাণের কাজ শুরু হবে এবং বাজার স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে। তিনি আশাবাদী যে, নতুন ব্যবসায়ী কমিটি গঠন করে বাজারে সিন্ডিকেটের মাধ্যমে মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিষয়টি গুরুত্ব পায়।
পরবর্তীতে বিকালে, হাসনাত আব্দুল্লাহ দেবীদ্বারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক মতবিনিময় সভা করেন। সেখানে বক্তারা ফ্যাসিবাদ পরবর্তী সময়ে জনগণের চিন্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন।
দেবীদ্বারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের মতামতের গুরুত্ব অনুভব করে হাসনাত আব্দুল্লাহ আশা প্রকাশ করেন যে, সকল শ্রেণির মানুষ একত্রিত হয়ে একটি উন্নত ও নিরাপদ ভবিষ্যতের জন্য কাজ করবে।