প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ১৮:৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব নিয়েছে নতুন সরকার। রাশিয়া, চীন, ভারতসহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান নতুন সরকারকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছেন। ব্যতিক্রম মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রপ্রধানরা এখনো নীরব। নেতিবাচক পর্যবেক্ষণও দিয়েছে ভোটের পর। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞার গুঞ্জন নিয়ে ভিন্নমত রয়েছে কূটনীতিকদের।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ফের ক্ষমতায় আসে আওয়ামী লীগ। নির্বাচনের পর ১০ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এর একদিন পরই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
এর আগে-পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। ভারত, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা দিয়েছেন অভিনন্দন বার্তা। তবে অভিনন্দনের তালিকায় ছিল না যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডাসহ কিছু দেশ।
কূটনীতিকরা বলছেন, দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী অনুসন্ধানী মিশন। এই প্রতিনিধি দল মূল্যায়ন প্রতিবেদন দেওয়ার পর ইইউর অবস্থান স্পষ্ট হবে। যুক্তরাষ্ট্রও এখন সে মূল্যায়ন করছে। ফলে এখনই শঙ্কা কেটে গেছে বলার সুযোগ নেই।